ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ম্যালেরিয়ায় মারা যাওয়া রাবি শিক্ষার্থীর পরিবার পেল ২ লাখ টাকার চেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ম্যালেরিয়ায় মারা যাওয়া রাবি শিক্ষার্থীর পরিবার পেল ২ লাখ টাকার চেক

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের মৃত শিক্ষার্থী মোজাহিদ হাসান জনির জীবন বীমা বাবদ দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে।  

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক ছাত্র উপদেষ্টা দপ্তরে মৃত শিক্ষার্থীর বাবা সাইফুল ইসলামকে বীমা দাবির চেকটি দেন।

এ সময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন, উপ-রেজিস্ট্রার আবু মো. তারেক, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ জুলাই রাবি আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোজাহিদ হাসান জনি ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।