ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষক সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান: কুজেন্দ্র লাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
শিক্ষক সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান: কুজেন্দ্র লাল বক্তব্য রাখছেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি: ছাত্রছাত্রীদের যোগ্য নাগরিক করে গড়ে তুলতে শিক্ষক সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মাসুম পারভেজের  সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, ক্যাজরী মারমা ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাব উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।