ঢাবি: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দল নিয়ে ‘চতুর্থ বিজয় বিতর্ক উৎসব’ নামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর বিতর্ক ক্লাব।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হলের বিতর্ক ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
এবারের প্রতিপাদ্য ‘বিতর্কের প্রখরতায় ভাঙুক পরাধীনতার দেয়াল, অমানিশা দূর হয়ে যাক জ্বলুক বিজয় মশাল’।
শুক্রবার (১৭ নভেম্বর) শুরু হয়ে প্রতিযোগিতা ১৯ নভেম্বর পর্যন্ত চলবে।
এ বিষয়ে হল বিতর্ক ক্লাবের সভাপতি জুবায়ের হোসেন বলেন, বিতর্কের মধ্য দিয়ে ভিন্নমত সহ্য করার একটা মানসিকতা তৈরি হবে এই চিন্তা থেকেই প্রতিবছর আমরা প্রতিযোগিতাটির আয়োজন করি। প্রতিবারের মতো এবারও সকল বিশ্ববিদ্যালয় থেকে দল আসবে। এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের তৈরি করার সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআইএস