ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে সেরা ২০-এ সুনামগঞ্জের ২টি কলেজ

শাহজাহান চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

সুনামগঞ্জ: এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা র্বোডের মধ্যে সেরা ২০-এ সুনামগঞ্জের দু’টি কলেজ স্থান পেয়েছে।

এগুলো হচ্ছে, সুনামগঞ্জ সরকারি কলেজ এবং দিরাই ডিগ্রি কলেজ।



এর মধ্যে সুনামগঞ্জ সরকারি কলেজ ১৪তম এবং দিরাই ডিগ্রি কলেজ ২০তম স্থান অর্জন করেছে।

বুধবার প্রকাশিত ফলাফলে বোর্ড ও কলেজ কর্তৃপক্ষ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

২০১২ এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় ৭শ ৩৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

৬শ ৪৬ পাস করেছে। এর মধ্যে ৩৯টি জিপিএ-৫ পেয়ে সিলেট শিক্ষা বোর্ডে ১৪তম স্থান অর্জন করেছে।

অপরদিকে, দিরাই ডিগ্রি কলেজ থেকে ৪শ ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে মধ্যে ৪শ ৪৭ জন পাস করেছেন। এর মধ্যে ১১টি জিপিএ-৫ পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে ২০তম স্থান অর্জন করে কলেজটি।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনিষ চাকমা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘন্টা, জুন ১৮, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপু্ট্ এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।