ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী ক্যাডেট কলেজে জিপিএ-৫ এর বন্যা!

শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

রাজশাহী: রাজশাহী শিক্ষাবোর্ডের মধ্যে ৩য় এবং জেলায় শীর্ষস্থান দখল করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। প্রতি বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় পুরনো গৌরব ধরে রেখেছে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি।

শতভাগ পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে এ কলেজের ছাত্রছাত্রীরাই সেরা।    

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর রাজশাহী ক্যাডেট কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের সবাই জিপিএ-৫ পেয়ে মেধার লড়াইয়ে উত্তীর্ণ হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটায় রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করলে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। পরীক্ষার পর প্রত্যাশিত ফলাফলে সন্তুষ্ট হয়ে কলেজের ক্যাডেটরা উল্লাসে ফেটে পড়েন। এতে যোগ দেন শিক্ষকরাও।

এইচএসসি পরীক্ষার প্রত্যাশিত ফলাফল প্রসঙ্গে রাজশাহী ক্যাডেট কলেজ অধ্যক্ষ লে. কর্নেল এ.কে.এম. ইকবাল আজিম বাংলানিউজকে বলেন, ‘ক্যাডেট কলেজের আজকের এ ঈর্ষণীয় ফলাফলের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, পরিশ্রম ও শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টা। ’

তিনি আরও বলেন, ‘ভালো ফলাফল করার ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। আজকের এ অভাবনীয় সাফল্য কলেজের শিক্ষকদের কর্মতৎপরতা, বিরামহীন অনুপ্রেরণা, সুন্দর কর্ম পরিবেশ, সুষ্ঠু তদারকি এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফসল। ’

এ সময় তিনি কলেজের এ ঐতিহ্যকে ধরে রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।