ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখা বেড়েছে

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

ঢাকা: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৭ হাজার ৪৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিয়ে শতভাগ পাস করেছে ১ হাজার ৩৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। যা গতবারের চেয়ে ১৪৪ বেশি।



গত ২০১১ সালে সারা দেশে মোট সাত হাজার ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮৯২টির সব শিক্ষার্থী পাস করেছিল।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ৩ হাজার ৪১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১২ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে পাসের হার শতভাগ।

এইচএসসিতে আটটি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৮৬৭টি কলেজের মধ্যে শতভাগ পাসের প্রতিষ্ঠান ৫৬টি। গত বছর এ বোর্ডে ৮২৭টি কলেজের মধ্যে ৩৭টি শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল।

রাজশাহীতে ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ প্রতিষ্ঠানের সংখ্যা কমে হয়েছে ১২টি। গতবছর ৬৩৪টির মধ্যে ১৫টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছিল এ বোর্ড থেকে।

চট্টগ্রামের ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অথচ গতবছর এ সংখ্যা ছিল ১৮৭টির মধ্যে সাত।

কুমিল্লা বোর্ডে ২৯৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা। ২০১১ সালের ফলাফলে ২৮৭টির মধ্যে সাতটি প্রতিষ্ঠানে ছিল এ সাফল্য।

দিনাজপুর বোর্ডে ৪৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। গতবছর এ সংখ্যা ছিল ৪৮৪টির মধ্যে ছয়টি প্রতিষ্ঠান।

সিলেট শিক্ষা বোর্ডে ১৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১২টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর এ বোর্ডে ১৪৩টির মধ্যে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সাফল্য পান।

বরিশালে ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন। অন্যদিকে এ বোর্ডে গতবছর ২৪৭টির মধ্যে তিনটি প্রতিষ্ঠানের ছিল এ সাফল্য।

যশোর শিক্ষাবোর্ডে ৫০৬ টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পামের সংখ্যা ৪টি। গতবছর যশোরে ৪৯৫টির মধ্যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছিল।

মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৬৫১ টি প্রতিষ্ঠানের ৭৬৭টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছরও এ বোর্ডের সাফল্য ছিল সবচেয়ে বেশি। গতবছর মাদ্রাসা বোর্ডে দুই হাজার ৬৩৪টি মাদ্রাসার মধ্যে শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৮২টি।

কারিগরি বোর্ডে এক হাজার ৩৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৭টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর এ বোর্ড থেকে এক হাজার ২৩২টি কলেজের মধ্যে ১২৮টিতে সবাই পাস করেছিল।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এমএন/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।