ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গভীর রাত পর্যন্ত মাইক বাজাবেন না: শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
গভীর রাত পর্যন্ত মাইক বাজাবেন না: শিক্ষামন্ত্রী

ঢাকা: এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে গভীর রাতে মাইক বাজানো উচিত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ডিজে গান ও উচ্চস্বরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গভীর রাতেও মাইক বাজিয়ে অনুষ্ঠান করা হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত মাইক বাজানো উচিত নয়। আমরা অনুরোধ করছি, যাতে এতো রাত পর্যন্ত যেন মাইক বাজানো না হয়।  

পরীক্ষার সময় পেছানো নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নামাজের কারণে পরীক্ষা পেছানো হয়নি। নতুন কারিকুলামে পেছানোর সুযোগ থাকবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে আমরা পরিদর্শনে যাইনি। যদিও আমাদের মন্ত্রণালয়ের টিম পরিদর্শনে থাকবে। নিজের সন্তানের ভোগান্তির কথা চিন্তা করে এই জড়ো হওয়া থেকে বিরত থাকুন।

পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে মন্ত্রী বলেন, একটি গোষ্ঠী প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায়। তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি করে। আবার আরেকটি গোষ্ঠী প্রতারণার জন্য এসব করে থাকে। অভিভাবকরা যেন নৈতিক অবস্থানে কোনো আপস না করেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় একই রকম কাজ করা হয়। মেডিকেল পরীক্ষায় সহযোগিতার জন্য আমাকেও মেসেজ পাঠানো হয়।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোলায়মান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ, ঢাকা বোর্ড ও মাদরাসা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।