ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্রক্সি দিতে গিয়ে আটক ঢাকা কলেজের শিক্ষার্থী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
জাবিতে প্রক্সি দিতে গিয়ে আটক ঢাকা কলেজের শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) পঞ্চম শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

 

আটক শিক্ষার্থীর নাম সাগর হোসেন রোহান। তিনি ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের (২০২০-২০২১ সেশন) শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, রাজশাহীর তানোরের মহির আলীর ছেলে টুটুল হাসানের পরিবর্তে টাকার বিনিময়ে এ পরীক্ষায় অংশ নিতে আসেন রোহান।  

রোববার পঞ্চম শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর কক্ষে পরীক্ষায় বসেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে তিনি রোহানকে প্রক্টর অফিসে পাঠান।

প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার তথ্য স্বীকার করেন রোহান।
 
প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আটক রোহান প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেছেন। আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিয়েছি। অপরাধের মাত্রা বিবেচনা করে আদালত তাকে শাস্তি দেবেন। এ ধরনের অপরাধে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।