ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি: সিলেট বোর্ডে খাতা পুনঃনিরীক্ষণে ৬ হাজার শিক্ষার্থীর আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২

সিলেট: সদ্য ঘোষিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় সিলেট শিক্ষাবোর্ডের ৬ হাজার শিক্ষার্থী তাদের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে।

মঙ্গলবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মনির উদ্দিন বাংলানিউজকে বলেন, এইচএসসির ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় প্রায় ৬ হাজার শিক্ষার্থী একাধিক বিষয়ে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।



খাতা পুনঃনিরীক্ষণের মাধ্যমে আগামী ১৪ আগস্ট তাদের ফল ঘোষণা করা হবে।

গত বছর ৩ হাজার এইচএসসি শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল বলে জানান তিনি।

এর আগে গত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১২ সালে সিলেট শিক্ষাবোর্ড এইচএসসিতে দেশসেরা হওয়ার সাফল্য অর্জন করে। পাসের হার ৮৫ দশমিক ৩৭ শতাংশ। সিলেট শিক্ষাবোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ১শ’ ৬৯টি কলেজের ৩৭ হাজার ৩শ’ ৭২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেন ৩১ হাজার ৯শ’ ৩ জন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
এসএ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।