ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীরা

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
মেডিকেল ভর্তি পরীক্ষার দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীরা

ঢাকা: পরীক্ষার মাধ্যমে মেডিকেল ভর্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে শহীদ মিনারে জড়ো হচ্ছেন।



এরআগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী ও অভিবাবকরা প্রতিবাদ সভা করেন। তারা পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য সরকারের কাছে জোর দাবি করেন এবং প্রয়োজনে আদালতে রিট করবেন বলে জানান।
 
এদিকে মেডিকেল ভর্তি বিষয়ে সোমবার বিকালে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ।

এছাড়া মঙ্গলবার খুলনা থেকে এক শিক্ষার্থী বাংলানিউজকে টেলিফোনে জানান, তারা খুলনা নগর ভবনের সামনে মানববন্ধন করবে। এছাড়া চট্টগ্রাম ও কুমিল্লায় মানববন্ধন পালিত হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত,  রোববার মেডিকেলে জিপিএ-এর ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১২
সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।