ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২

রাবি: প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে জিপিএ ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে তপন চত্ত্বরে ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ছাত্রফ্রন্টের সভাপতি সোহারাব হোসেন, ছাত্রমৈত্রীর সভাপতি ইকবার হোসেন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপলু প্রমুখ।



এ সময় বক্তারা- সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অতি দ্রুত মেডিকেল ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এছাড়াও এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।