ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। প্রথমে ধাওয়া দিয়ে এবং এরপর টিয়ারশেল ছুড়ে তাদের অবস্থান থেকে হটিয়ে দেওয়া হয়।
বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টার পর এ ঘটনা ঘটে। এসময় দুপক্ষের মাঝে পড়ে দুই সাংবাদিক আহত হয়েছেন।
ঘটনাস্থলে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান করছিলেন। সেখান থেকে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। তখন শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে টিএসসির দিকে সরে এসে রাজু ভাস্কর্যের পাশে অবস্থান নেয়। এরপর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে শিক্ষার্থীদের একটি অংশ আবার ভিসি চত্বরে জড়ো হতে চেষ্টা করেন।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের অনুরোধে ভিসি চত্বরের নিরাপত্তা দিতেই এখানে পুলিশ সদস্যরা রয়েছেন। শিক্ষার্থীরা টিএসসিতে ঢুকে পড়ায় আমরা কাজ করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এসজেএ/এইচএ/