ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুয়েটে দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন, ৫৪ শিক্ষার্থীর সিট বাতিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
বুয়েটে দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন, ৫৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগ সম্পৃক্তরা ফেরার ঘটনায় দ্বিতীয়দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেছন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অন্তত ৫৪ শিক্ষাথীর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বুয়েটের একাধিক শিক্ষার্থী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবারও তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

এরমধ্যে ড. এম এ রশীদ হলের ৯ জন, সোহরাওয়ার্দী হল ১৪ জন, তিতুমীর হলের ১৪ জন, কাজী নজরুল ইসলাম হলের ৩ জন, শের-এ-বাংলা হলের ৩ জন, আহসান উল্লাহ হলের ১১ জন রয়েছেন।

শিক্ষার্থীরা জানান, শিক্ষক ও শিক্ষার্থীর সাথে আলোচনার পর তারা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেবেন।

আজ শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবেন। শনিবার থেকে তাদের ক্লাসে ফেরার সম্ভাবনা রয়েছে।

এদিকে আসন বাতিলের বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা বলেছেন, তারা কেন্দ্রীয়ভাবে ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এর বাইরে আরও কিছু সিট বাতিল করা হয়েছে, যাদের বিরুদ্ধে তারা কেন্দ্রীয়ভাবে অভিযোগ দেননি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের সবার সিট বাতিল করা হয়েছে। তারা ছাত্রলীগের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন।

এ বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, হলের শান্তিশৃঙ্খলা রক্ষায় অভিযুক্ত শিক্ষার্থীদের হলের আসন বাতিল করা হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যাটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।  


বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এফএইচ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।