ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রেকর্ড সংখ্যক আবেদন

ঢাবিতে প্রতি আসনে লড়বেন ৩৭ ভর্তিচ্ছু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
ঢাবিতে প্রতি আসনে লড়বেন ৩৭ ভর্তিচ্ছু

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
শনিবার রাত ১২টায় অনলাইনে ভর্তির আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।


 
তবে কোনো ধরনের সমস্যা দেখা দিলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তা সমাধান করা যাবে।
 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর রেকর্ড সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ভর্তির জন্য নির্ধারিত ৬ হাজার ৩৩৯টি আসনের বিপরীতে ২ লাখ ৩৬ হাজার ৪৩৬ শিক্ষার্থী এ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। যা গতবার ছিল ২ লাখ ৮ হাজার ১৪৪ জন।  
 
সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬২ ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
এছাড়া প্রতি আসনের বিপরীতে ‘ক’ ইউনিটে ৪১ জন, ‘খ’ ইউনিটে ১৮ জন, ‘গ’ ইউনিটে ৪৪ জন এবং ‘চ’ ইউনিটে ৩৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
তৃতীয়বারের মতো ভর্তি আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন ও ভর্তির সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.admission.uivdhaka.edu) তে পাওয়া যাবে।
 
ভর্তি পরীক্ষা

১২ অক্টোবর বিজ্ঞানের শিক্ষার্থীদের ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৯ অক্টোবর ‘খ’ ইউনিট (মানবিক), ৯ নভেম্বর ‘ঘ’ ইউনিট (বিভাগ পরিবর্তন), ১৬ নভেম্বর ‘চ’ ইউনিট (চারুকলা) এবং ২৩ নভেম্বর ‘গ’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
এমএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।