ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২৪ ঘণ্টার আল্টিমেটাম ৭ কলেজের শিক্ষার্থীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
২৪ ঘণ্টার আল্টিমেটাম ৭ কলেজের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সায়েন্সল্যাব মোড় ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরমধ্যে কোনো আশ্বাস না পেলে আগামী বুধবার, ২৩ অক্টোবর আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (২১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মুখপাত্র ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান এ তথ্য জানান। এ সময় তারা সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নেন। এরপর মোড় সংযুক্ত সড়কগুলোতে যান-চলাচল স্বাভাবিক হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো—

১.  অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজকে নিয়ে ‘কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা অন্য নামে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে একটি কমিশন গঠন করা।

২. ন্যূনতম ৩০ দিনের মধ্যে কমিশন অংশীজনদের সাথে কথা বলে একটি প্রতিবেদন দেওয়া।

৩. সাত কলেজ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরির আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা সোমবার দুপুর ১২টায় সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। পরে নীলক্ষেত মোড় ছেড়ে তারা সবাই সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে সায়েন্সল্যাব সংযুক্ত সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে চার ঘণ্টা পর এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নানা বৈষম্যের অভিযোগ তুলে দীর্ঘদিন থেকেই পৃথক হয়ে যাওয়ার দাবি তুলেছেন একদল শিক্ষার্থী। শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ কলেজের একদল শিক্ষার্থী পুনরায় এই দাবি নিয়ে সোচ্চার হয়েছেন। এবার তারা ৭ কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরির দাবি জানাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।