ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে শনিবার।

ভর্তি পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে ‘এ’ ইউনিট গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা।

পরীক্ষা শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়। মোট ৫ শিফটের এ পরীক্ষা শেষ হবে বিকাল ৫টা ৫ মিনিটে। প্রতি শিফটের ভর্তি পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা।

পরিক্ষার আসন বিন্যাস জানার জন্য মোবাইল ফোনে JU <Space> S <Space> Unit Code <Space> Roll লিখে 9934 নম্বরে পাঠাতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল জানার জন্য মোবাইল ফোনে JU <Space> R <Space> Unit Code <Space> Roll লিখে 9934 নম্বরে পাঠালে ফলাফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলাফল জানা যাবে। ভর্তি পরীক্ষার ফলাফল পরিক্ষা হওয়ার তিন দিনের মধ্যে প্রকাশ করা হবে। ভর্তি পরিক্ষায় যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার(টিচিং) মোহাম্মদ আলী ভর্তি পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিট জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরিক্ষা রোববার অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার ১৫ অক্টোবর আইআইটি ও সমাজবিজ্ঞান অনুষদ, মঙ্গলবার ১৬ অক্টোবর আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদ, বুধবার ১৭ অক্টোবর আইবিএ-জেইউ এবং কলা ও মানবিক অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক ও বাংলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর কলা ও মানবিক অনুষদের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ এবং ২০ অক্টোবর একই অনুষদের ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুইটি ইনস্টিটিউটে মোট আবেদনপত্র জমা পড়েছে ২ লাখ ২০ হাজার ৯২২টি। গতবারের তুলনায় এ বছর প্রায় ৫৩ হাজার বেশি আবেদনপত্র জমা পড়েছে।

এবারের ভর্তি পরীক্ষায় ইউনিটগুলোর মধ্যে সর্বাধিক ৭৮ হাজার ৭৬২টি আবেদনপত্র জমা পড়েছে কলা ও মানবিক অনুষদে।

এছাড়া ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ৩১ হাজার ২৩৯টি, ‘বি’ ইউনিটে (সমাজ বিজ্ঞান অনুষদ) ২০ হাজার ৪৯১টি, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ১৫০টি, ‘ই’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২২ হাজার ৯৮৯টি, ‘এইচ’ ইউনিটে (ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ১০ হাজার ৯২৮টি, ‘জি’ ইউনিটে (ইন্সটিটিউট অব বিজসেনস অ্যাডমিন্সিট্রেশন আইবিএ-জেইউ) ৬ হাজার ৯৪৭টি এবং ‘এফ’ ইউনিটে (আইন অনুষদে) ১২ হাজার ৪১৬টি আবেদনপত্র জমা পড়েছে।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
ওয়ালিউল্লাহ/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।