ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষা: জি ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

কৃষি অনুষদের আওতায় ‘জি’ ইউনিটের বিভাগ গুলোর মধ্যে রয়েছে- জেনিটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, অ্যাগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন ফিশারিজ, এ্যানিম্যাল হাজবেন্ড্রি এন্ড ভেটেরিনারি সায়েন্স এবং ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ।



শনিবার দুপুর ১২টায় এ ফলাফল ঘোষণা করা হয় বলে ভর্তি কমিটির সদস্য ও একাডেমিক শাখার উপ-নিবন্ধকার এ এইচ এম আসলাম হোসেন জানান।

তিনি আরও জানান, জি ইউনিটে ২ হাজার ৫শ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৮ ও ২৯ নভেম্বর সকাল ১০টায় কৃষি অনুষদে শুরু হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd এবং http://admission.ru.ac.bd  পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।