ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি ফরম গ্রহণের শেষ তারিখ ১৮ অক্টোবর

ইবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
ইবির ভর্তি ফরম গ্রহণের শেষ তারিখ ১৮ অক্টোবর

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ২০১২-২০১৩ শিক্ষা বর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি ফরম গ্রহণের সময় ১৮ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর আগে ১৫ অক্টোবর পর্যন্ত ফরম গ্রহণ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হলেও  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সীমা ৩ দিন বৃদ্ধি করেছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কারিগরি উন্নয়নের জন্য এসএমএস-এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন প্রক্রিয়াসহ টেলিটকের সার্বিক টেলিযোগাযোগ কর্মকাণ্ডে সাময়িক বিঘ্ন ঘটে।

এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্তে এসএমএস-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bdwww.iubd.net- থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
প্রতিবেদন: শরিফুল ইসলাম জুয়েল, সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।