ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে পূজা ও ঈদের ছুটি ঘোষণা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২

খুলনা: আসন্ন দুর্গা পূজা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছুটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বাংলানিউজকে জানান, ১৯ অক্টোবর শুক্রবার থেকে ১ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সকল দফতর ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।



শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ৪ নভেম্বর রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের নির্ধারিত সময়সূচী অনুযায়ী যথারীতি চলবে।

নিরাপত্তা শাখা, প্রকৌশল শাখা (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, জরুরী প্লাম্বিং ও রিপিয়ারিং এবং জরুরি বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এ ছুটির আওতাভুক্ত নয় বলেও তিনি জানান।


বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।