ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস শনিবার, নানা আয়োজন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস শনিবার, নানা আয়োজন

ঢাকা: আগামী ২০ অক্টোবর শনিবার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০১২’ উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।



২০০৫  সালের ২০ অক্টোবর তৎকালীন জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হয়।

দিবসটি উদযাপনকে কেন্দ্র করে এরইমধ্যে ভবনগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ক্যাম্পাস জুড়ে করা হয়েছে আলপনা। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হবে।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এর নেতৃত্বে র‌্যালিটি শহীদ মিনার হতে ক্যাম্পাস ঘুরে রায়সাহেব বাজার এবং ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হবে। এ উপলক্ষে জাতীয় পত্রিকাসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। র‌্যালিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেবেন।

এছাড়া প্রতিটি বিভাগ আলাদা আলাদা ভাবে দিবসটি পালনের জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

উপাচার্য ড. মেসবাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় ৭ম বছর পূর্ণ করতে যাচ্ছে। বিগত দিনের সাফল্য ব্যর্থতা সবকিছু মিলিয়ে সকলের সহায়তায় এই বিশ্ববিদ্যালয় উন্নতির দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ সময় ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২
এমএমএস/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।