ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষা: ঢাবি `খ` ইউনিটের ফল প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১২
ভর্তি পরীক্ষা: ঢাবি `খ` ইউনিটের ফল প্রকাশ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের `খ` ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অফিসে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‍আ আ ম স আরেফিন সিদ্দিক।



এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পাশ করেছে ৪ হাজার ৩০৬ জন। পাশের হার ১১ দশমিক ২২ শতাংশ। আসন রয়েছে ২হাজার ২’শ ৭৫টি।

এই ফলাফলের বিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.univdhaka.edu তে পাওয়া যাবে।  

উপাচার্য জানান, ফলাফল যদি কেউ পুনর্মূল্যায়ন করতে চায়, তবে ৬ নভেম্বরের মধ্যে তাকে আবেদন করতে হবে। স্টুডেন্ট ইনফরমেশন ফরম (এসআইএফ) ২৩ থেকে ২৫ নভেম্বরের মধ্যে পূরণ করতে হবে।

এবার `খ` ইউনিটে প্রথম হয়েছে অর্পিতা হক। রোল নং ৩৩১৭৮৫, স্কোর ১৬৭ দশমিক ৮৪।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আগামী ২৩শে অক্টোবর, ২০১২ তারিখ থেকে ১৫ই নভেম্বর, ২০১২ তারিখের মধ্যে তাদের বিভাগ/বিষয়ের পছন্দক্রম অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর  বিভাগ পরিবর্তনের ‘ঘ’ ইউনিট, ১৬ নভেম্বর চারুকলা অনুষদের ‘চ’ ইউনিট ও ২৩ নভেম্বর বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১২
সম্পদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/আরআর/এনএস; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।