ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি: রাজশাহী বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

রোববার রাজশাহীসহ দেশব্যাপী একযোগে পরীক্ষা শুরু হবে।

এ বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৭৭৪ জন। মোট ১৯২টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও ছেলেদের চেয়ে বেশি সংখ্যক মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

শনিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমএ হুরাইরা, সচিব প্রফেসর আবদুর রউফ মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার জেএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৯০ হাজার ৭৭৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৮৫৮।

তবে এবারও বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। এবার বোর্ডে ছেলেদের চেয়ে ৫ হাজার ৪৭৬ বেড়ে মোট ৯৮ হাজার ১২৫ জন মেয়ে অংশ নিচ্ছে। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৪৯। বোর্ডের অধীন এবার ৯৫টি ভিজিলেন্স টিম ও ৭টি ঝটিকা টিম থাকবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার প্রতিবন্ধী পরীক্ষার্থীর সংখ্যা ৮ জন। এরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত আরও ২০ মিনিট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। একেকজন প্রতিবন্ধী পরীক্ষার্থী ৭ম শ্রেণীর একজন ছাত্র অথবা ছাত্রীর সহযোগিতা নেওয়ার সুযোগ পাবে। এছাড়াও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা জেএসসির একজন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
 
প্রফেসর তানবিরুল আলম জানান, জেএসসি পরীক্ষার সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। শিক্ষার মান উন্নয়নে গত বছর থেকে সরকার দেশে জেএসসি পরীক্ষার ব্যবস্থা চালু করেছে। এতে শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার তীব্র গতি সঞ্চার হয়েছে।

তিনি বলেন, এবার প্রথমবারের মত পরীক্ষার্থীরা একটি উত্তরপত্রেই সব লিখতে পারবে। এতে করে তাদের বাড়তি ঝামেলা পোহাতে হবে না। এসময় তিনি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে রোববার থেকে জেসএসসি পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।