ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: আহত ২০

বাকৃবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২
বাকৃবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: আহত ২০

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- বাকৃবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মারুফ গণি, এজিএস ফরহাদ, যুগ্ম সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক সুজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজা, সদস্য রিফাত, ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহেদুর রহমান, ফজলুল হক হলের সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক সাগর।



এদের মধ্যে ছাত্রদলের মারুফ গণি ও ফরহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ বাংলানিউজকে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে ছাত্রলীগের ক্যাডারারা কেআর মার্কেটে আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। “

এদিকে, বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন বাংলানিউজকে বলেন, “ছাত্রদলের দুর্বৃত্তরা বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। “

এ বিষয়ে বাকৃবির ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, আজকের ঘটনার ব্যাপারে প্রয়োজনে তদন্তসাপেক্ষে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২
আশরাফুল আলম/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।