ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমআইএসটি’র গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
এমআইএসটি’র গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

ঢাকা: মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর গভর্নিং বডির ২৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের এমআইএসটি এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. আবদুল কাদির এতে সভাপতিত্ব করেন।

সভায় এমআইএসটি এর কমান্ডান্ট মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের অধীনে পোস্ট গ্র্যাজুয়েশন (এমফিল ও পিএইচডি)  প্রোগ্রাম চালুকরণ, বিভিন্ন বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আসন সংখ্যা বরাদ্দসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।