ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৫ ঢাবি প্রক্টর প্রফেসর ড. এ এম আমজাদ হোসেন/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

ঢাবি প্রক্টর প্রফেসর ড. এ এম আমজাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।



শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
DU_Admission
গ ইউনিটে ১১৭০ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯ হাজার ৯৭৬ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন করে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বাইরের ২১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

এর আগে গ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম বাংলানিউজকে জানান, সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।