ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আমাদের শিক্ষার্থীরা পৃথিবী সেরা: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
আমাদের শিক্ষার্থীরা পৃথিবী সেরা: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্বের সঙ্গে সাফল্য বয়ে আনছে এদেশের শিক্ষার্থীরা। তারা এখন পৃথিবী সেরা।



এসএসসি ও এইএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থী এবং তরুণ লেখকদের সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজিত এক অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী।

এছাড়া এতে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ‌ আ ম স আরেফিন সিদ্দিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াছ খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী।
 
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‌আমাদের শিক্ষার্থীরা পৃথিবীর সেরা মেধাবী। কিন্তু এখনো তাদের আমরা মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারিনি। তবে শিক্ষা ব্যবস্থাকে মানসম্পন্ন করতে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে দেশের অনেক স্কুল কোরিয়ান স্ট্যান্ডার্ডে ডিজিটালাইজড করা হয়েছে। সেখানে আমরা কম্পিউটার ল্যাব করে দিয়েছি। পর্যায়ক্রমে তা আরো বাড়ানো হবে। অন্যদিকে দলমত নির্বিশেষে সবার সমর্থনে একটি শিক্ষানীতি করতে পেরেছি।
 
তিনি বলেন, আগের চেয়ে এখন শিক্ষার্থী অনেক বেড়েছে। গত বছর নতুন বই দিয়েছি ১ কোটির কিছু বেশি। এবার তা ৪ কোটি ছাড়িয়ে যাবে। তবে এখনো ‍অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ছে। তারপরও আমরা এগিয়ে যাবো। বর্তমানে ৯৯ শতাংশ শিশু স্কুলে আসে। এরমধ্যে মেয়েরাই বেশি। এবার এসএসসি পরীক্ষাতেও মেয়েদের পাশের হার বেশি। কাজেই এখন আর বৈষ্যম নয়। সমতার ভিত্তিতেই সবাইকে দেখতে হবে।

মন্ত্রী এ সময় শিক্ষার্থীদের সঠিক পন্থায় নিজেদের তৈরি করার আহ্বান জানিয়ে সকল সহযোগিতার আশ্বাস দেন।
 
ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সত্যের উপরে সারা পৃথিবীতে আঘাত আনা হচ্ছে। ফলে সঠিক তথ্য পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। সাংবাদিক, সম্পাদক কথাগুলো আসলেই সেখানে সত্য, কিন্তু সত্য বিষয়টিই চলে আসে। প্রয়োজনে সত্যের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।

গোলাম ‍সারওয়ার বলেন, সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নন। তাদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করা উচিত। যেহেতু সমালোচনা ও প্রশ্ন করাই সাংবাদিকদের কাজ। তাই পেশাগত দায়িত্ব পালনে সে বিষয়টি মাথায় রাখতে হবে। চাটুকারিতা আর অসুস্থ প্রতিযোগিতা বাদ দিয়ে প্রতিশ্রুতিশীল হতে হবে।

ডিআরইউ গত কয়েক বছর থেকে সাংবাদিকদের মধ্যে নতুন লেখক এবং তাদের কৃতি সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।