ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দ্বীপের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
দ্বীপের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের(বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র ও বুয়েট ছাত্রলীগ নেতা আরিফ রায়হান দ্বীপের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান তার সহপাঠী এবং বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।



মানববন্ধনে সবাই দ্বীপ হত্যার বিচার ও খুনীদের ফাঁসি চাই এই শিরোনামে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে দ্বীপের হত্যাকারী মেজবাহ ও জড়িত অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ, বুয়েট ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর মাহামুদুল হাসান আরাফাত ও ইমরান হোসেনসহ বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।