ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত পরিষদের অভিষেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
খুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত পরিষদের অভিষেক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নবনির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।



এ সময় বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় নবনির্বাচিত কমিটি বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট উপহার দেন। এরপর নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেন বিদায়ী কমিটি।  

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান তার বক্তব্যে, ব্যক্তি ও দলীয় স্বার্থের উর্ধ্বে গিয়ে একসাথে কাজ করে খুবিকে এগিয়ে নেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যাপক ড. মো. রেজাউল করিম, অধ্যাপক এ কে ফজলুল হক, অধ্যাপক ড. সারওয়ার জাহান, অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মো. গোলাম রাক্কিবু, অধ্যাপক ড. মো. মোস্তফা সারওয়ার, অধ্যাপক এটিএম জহির উদ্দিন, অধ্যাপক ড. কাজী শাহনেওয়াজ রিপন, অধ্যাপক মেহেদী হাসান মো. হেফজুর রহমান, অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক এ আর এম মোস্তাফিজার রহমান, সহযোগী অধ্যাপক মো. খসরুল আলম প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সারওয়ার জাহান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।