ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে কলম বিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
মঙ্গলবার থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে কলম বিরতি

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (নীল দল) সভাপতি অধ্যাপক মোল্লা আমিনুল ইসলামকে  লাঞ্ছিত করার প্রতিবাদে প্রতিদিন একঘন্টা করে কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ।

সোমবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক এসএম হাফিজুর রহমান।



বিবৃতিতে তিনি বলেন, এ ঘটনার পূর্বেও বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীরা শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের এক জরুরি সভায় এসব ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মঙ্গলবার থেকে কর্মকর্তা পরিষদ প্রতিদিন একঘন্টার কলম বিরতি পালন করবেও বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।