ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি উপাচার্য-অধ্যাপক তোগোয়া সৌজন্য সাক্ষাৎ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
জাবি উপাচার্য-অধ্যাপক তোগোয়া সৌজন্য সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোগোয়া মাসাহিকো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্য কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক তোগোয়া হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বি-পাক্ষিক শিক্ষা ও সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন।



অধ্যাপক তোগোয়া বলেন, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা তথ্য-উপাত্ত সংগ্রহ ও বাস্তবতা পর্যবেক্ষণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন।

উপাচার্য ড. ফারজানা ইসলাম দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশের জন্য অধ্যাপক তাগোয়াকে আন্তরিক ধন্যবাদ জানান। অধ্যাপক তাগোয়া উপাচার্যকে ২০১৫ সালে জাপানে অনুষ্ঠেয় ‘বঙ্গবিদ্যা কনফারেন্সে’ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

তিনি ২০১৭ সালে বঙ্গবিদ্যা কনফারেন্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজনের প্রস্তাব করেন। উপাচার্য এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাতের সময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানস কুমার চৌধুরী, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গোতো ডাইসাকু, গ্রামীণ শক্তির সিনিয়র কনসালট্যান্ট ড. এম শহিদুল ইসলাম, ম্যানেজার মোহা. মাহমুদুল হাসান, গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের পার্থ প্রতীম ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।