ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তিতুমীরের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
তিতুমীরের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারি তিতুমীর কলেজের প্রশাসনিকসহ শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়েছে। কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ বঞ্চিত নেতাকর্মীদের চাপের মুখে সার্বিক প্রায় সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় তা শুরু হয়েছে।



মঙ্গলবার দুপুর ১টার দিকে কলেজ শিক্ষকদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা হাফিজ বাংলানিউজকে বলেন, নতুন কমিটিতে পদ বঞ্চিত ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত প্রশাসনিক ও শিক্ষা কার্য্যক্রম বন্ধ রাখা হয়।

এরপর বৈঠক করে দুপুর সোয়া ১টার দিকে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

ড. দিলারা হাফিজ বলেন, কলেজের নিয়মিত কাজে কিছুটা বাধাগ্রস্ত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। আমি আশা করবো সবাই যেহেতু শিক্ষার্থী। তাই শিক্ষার কথাই আমাদের আগে ভাবতে হবে।

এর আগে সোমবার সন্ধ্যায় দুই সদস্য বিশিষ্ট কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটিতে কাজী মিরাজুল ইসলাম ডলারকে সভাপতি ও মানিক হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এরপর থেকেই কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের সড়কে অবরোধ, গাড়ি ভাংচুর করছেন পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
আন্দোলনরত ছাত্রলীগের একাংশের কর্মীরা জানান, তাদের দাবি আদায়ে আন্দোলন চলবে।

** তিতুমীরে পদবঞ্চিতদের সড়ক অবরোধ
** পদবঞ্চিত হয়ে ভাঙচুর করা হলো দেড়’শ গাড়ি!
** ছাত্রলীগের চাপে তিতুমীরে পরীক্ষা ও ক্লাস বন্ধ
** তিতুমীরের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।