ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

না’গঞ্জে শিক্ষার মান উন্নয়নে সেলিম ওসমানের নানা পরিকল্পনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
না’গঞ্জে শিক্ষার মান উন্নয়নে সেলিম ওসমানের নানা পরিকল্পনা সেলিম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শিক্ষার মান উন্নয়নের জন্য দ্রুত শিক্ষা বিষয়ক একটি কমিটি গঠন করতে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞাকে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কমিটি গঠনের কথা বলেন।



এ সভায় সেলিম ওসমান নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার দায়িত্ব সঠিকভাবে পালন না করা ও আমলাপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীতল চন্দ্রকে সংসদ সদস্যের স্বাক্ষর জাল করে পদ ধরে রাখার বিষয়ে নিন্দা জানান।

সেলিম ওসমান সভায় ঘোষণা দেন, এর আগে তিনি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রয়োজনে নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতাদের সহযোগিতায় এ অর্থের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।

সেলিম ওসমান জানান, বর্তমানের শিক্ষার্থীরা বাইরের জগত সম্পর্কে কিছুই জানে না। তারা ঘরবন্দি। বাইরের জগত সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে ব্যবসায়ীদের সহযোগিতায় দুইটি বাসের ব্যবস্থা করা হবে। যাতে করে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় নানান শিক্ষা সফরের আয়োজন করা যায়।

সেলিম ওসমান আরও জানান, নারায়ণগঞ্জে শিক্ষার উন্নয়নে জেলার উচ্চতর পর্যায় থেকে একটি শিক্ষা কমিটি গঠন করা প্রয়োজন। যারা নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা বিষয়ের খোঁজ-খবর নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসককে জানাবেন।

এ বিষয়ে দ্রুত একটি শিক্ষা কমিটি গঠন করতে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞাকে অনুরোধ জানান সেলিম ওসমান এবং সে কমিটিতে প্রফেসর শিরিন বেগমকে রাখার কথা বলেন।

সেলিম ওসমান জানান, ইতোপূর্বে কলেজের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা সভায় নারায়ণগঞ্জ কলেজের প্রতিটি শ্রেণিকক্ষে পাঠদানের জন্য সাউন্ড সিস্টেম লাগানো কথা বলা হয়েছিল। সে জন্য বাজেটও বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এটি না হওয়ায় বিরাজ কুমার সাহা তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন সেলিম ওসমান।

জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাকসুদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) গাউসুল আজম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনু আরা বেগম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ুম, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরাজ কুমার সাহা, কদম রসুল কলেজের অধ্যক্ষ মাহতাব আলী, নারায়ণগঞ্জ কর্মাস কলেজের অধ্যক্ষ প্রফেসর শিরিন বেগম, আমলাপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীতল চন্দ্র  সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।