ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
জাবির প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে জানানো হয়,  আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৩  সেপ্টেম্বর (শুক্রবার ছাড়া) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ‘এ’ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা, ১৮ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিট জীববিজ্ঞান অনুষদ, ২০ সেপ্টেম্বর ‘বি’ ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ ও ‘এইচ’ ইউনিট আইআইটির পরীক্ষা, ২১ সেপ্টেম্বর ‘ই’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ও ‘জি’ ইউনিট আইবিএ-জেইউ পরীক্ষা, ২২ সেপ্টেম্বর ‘সি’ ইউনিট কলা ও মানবিকী অনুষদ এবং ২৩ সেপ্টেম্বর ‘এফ’ ইউনিট আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরু হবে সকাল নয়টায়।

ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।