ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেল দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেল দাবি

ঢাকা: ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভ‍ুক্ত করাসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



সংগঠনের অন্য দাবিগুলো হলো- ইবতেদায়ী মাদ্রাসাগুলোর স্থায়ী রেজিস্ট্রেশন দেওয়া, প্রাথমিক মন্ত্রণালয়ে স্থানান্তর করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো সব সুযোগ-সুবিধা দেওয়া এবং ইবতেদায়ী মাদ্রাসার বন্ধ রেজিস্ট্রেশন পুনরায় চালু করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইবতেদায়ী মাদ্রাসার কয়েক হাজার শিক্ষক ৩০ বছর বিনা বেতনে চাকরি করার পর অবসরে যাচ্ছেন।

সংগঠনের মহাসচিব মো. শামছুল আলম লিখিত বক্তব্য পাঠ শেষে কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ২০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও সেখান থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এসএম জয়নুল আবেদীন।   

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।