ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ছাত্র ফ্রন্টের নেতৃত্বে পারভেজ-সুস্মিতা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
জাবি ছাত্র ফ্রন্টের নেতৃত্বে পারভেজ-সুস্মিতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির মাস্টার্সের শিক্ষার্থী শাফায়াত পারভেজকে সভাপতি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুস্মিতা মরিয়মকে সাধারণ সম্পাদক করে সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।



বুধবার দুপুর ১২টায় শহীদ মিনারে সংগঠনের দ্বাদশ সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষার অধিকার রক্ষায় ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও শিক্ষা অধিকার রক্ষায় ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আরো প্রত্যয়ী ভূমিকা রাখবে। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনার্দন দত্ত নান্টু ও জাহাঙ্গীনগর বিশবিদ্যালয় শাখার আহ্বায়ক মৈত্রী বর্মন।

সম্মেলনের উদ্বোধনের পর একটি সুসজ্জিত শোভাযাত্রা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সন্ধ্যায় সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনার্দন দত্ত নান্টু।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।