ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘যুক্তির দ্রোহে ভাঙি সহস্রাব্দের শৃঙ্খল’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে ৮ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৪’।

বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’ আয়োজিত এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।



বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টি বিভাগ ও ইনস্টিটিউটের অংশগ্রহণে বৃহস্পতিবার থাকছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। এছাড়াও সকাল ১০টায় উদ্বোধনী আনন্দ র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।

শুক্রবার থাকছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। শনিবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বিতর্ক, আঞ্চলিক বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, ছাত্র-শিক্ষক কেন্দ্র পরিচালক অধ্যাপক ড. খবির উদ্দিন, ছাত্রকল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার এবং বিভিন্ন বিভাগের সভাপতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি দেবাংশু শুভ। পরিচালনা করবেন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম দিপু।
 
তিন দিনব্যাপী এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে নেসলে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।