ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবি’র প্রথম সমাবর্তন ২২ সেপ্টেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
নোবিপ্রবি’র প্রথম সমাবর্তন ২২ সেপ্টেম্বর

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম সমাবর্তন ২১ সেপ্টেম্বরের পরিবর্তে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

তবে সমাবর্তন সংশ্লিষ্ট অন্যান্য সব অনুষ্ঠান ও কর্মসূচি অপরিবর্তিত থাকবে।



বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালযের রেজিস্টার প্রফেসর মমিনুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্র্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ প্রধান অতিথি ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম চারটি ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজিত এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে প্রায় ৭শ ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করছে সমাবর্তন আয়োজক কমিটি। সমাবর্তন সফল করার জন্য সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।