ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাঁচ দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
পাঁচ দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।  

শুক্রবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক সমাজের সভাপতি তপন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর, যুগ্ন সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমুখ।

লিখিত বক্তব্যে তপন কুমার মন্ডল জানান, চলতি বছরের ৯ মার্চ প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের ৩ ধাপ নিচে নির্ধারন করা হয়। যার ফলে সহকারী শিক্ষকরা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। শ্রেণি কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা এমনকি প্রধান শিক্ষদের সঙ্গে এক প্রকার দূরত্ব তৈরি হয়েছে।

তিনি বলেন, বর্তমান প্রধান শিক্ষকরা যে বেতন স্কেলে চাকরি শুরু করেন সহকারী শিক্ষকরা সেই স্কেলে তাদের চাকরি শেষ করতে হচ্ছে।

তিনি বলেন, আমরা এই বৈষম্য দূরীকরণসহ পাঁচ দফা দাবি জানাচ্ছি। দাবিগুলো হলো-  প্রধান শিক্ষকদের চেয়ে সহকারী শিক্ষকদের একধাপ নিচে বেতন দিতে হবে, জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে পদায়ন করে সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি দিতে হবে, প্রধান শিক্ষকদের শুন্য পদে শতভাগ পদোন্নতি দিতে হবে, সহকারী শিক্ষকদের বেতন পুন‍ঃনির্ধারন না করা পর্যন্ত ৯ মার্চের ঘোষিত আপগ্রেড স্কেল বাস্তবায়ন স্থগিত রাখতে হবে।

তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশে কালো ব্যাজ ধারন, দাবি সম্বলিত ব্যানার উপজেলা শিক্ষা অফিসের সামনে ঝুলিয়ে রাখা, ২৫ সেপ্টেম্বর সকল জেলা প্রশাসক অফিসের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

এছাড়াও দাবি আদায়ে অন্যান্য কর্মসূচিও পালন করা হবে বলে জানান সভাপতি তপন কুমার মন্ডল।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।