ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রতিপক্ষের হামলায় ৫ শিক্ষার্থী আহত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
রাবিতে প্রতিপক্ষের হামলায় ৫ শিক্ষার্থী আহত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলা চলাকালে প্রতিপক্ষের হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে দর্শন ও ইংরেজি বিভাগের খেলা চলাকালে এ ঘটনা ঘটে।

আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
আহতরা হলেন- দর্শন বিভাগের সোহেল রানা (মাস্টার্স), মোস্তাফিজুর রহমান মুরাদ (চতুর্থ বর্ষ), শফিকুল ইসলাম শফিক (তৃতীয় বর্ষ)। ইংরেজি বিভাগের রায়হানুর রহমান জ্যাকি (চতুর্থ বর্ষ) এবং মুরসালিন শাহ (তৃতীয় বর্ষ)।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় দর্শন ও ইংরেজি বিভাগের মধ্যে খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে ইংরেজি বিভাগের খেলোয়াড় তুহিন দর্শন বিভাগের শিক্ষার্থী সোহেল রানার পায়ে বুট দিয়ে আঘাত করে।

রেফরি বাঁশি বাঁজিয়ে ফাউল ধরেন। এসময় সোহেল পাল্টা ওই শিক্ষার্থীকে বুট দিয়ে আঘাত করলে ইংরেজি বিভাগের খেলোয়াড়রা সোহেলসহ দর্শন বিভাগের খেলোয়াড়দের ওপর চড়াও হয়।

এসময় দুই বিভাগের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দর্শন বিভাগের চারজন ও ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থী আহত হন। দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সোহেল রানা বুটের আঘাতে গুরুতর আহত হন। এসময় দর্শন বিভাগের তিন শিক্ষককেও লাঞ্ছিত করেন  ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, বিষয়টি শোনার পর আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। স্টেডিয়াম এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।