ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোকেয়া কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব ১৭ অক্টোবর শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
রোকেয়া কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব ১৭ অক্টোবর শুরু

রংপুর: নানা পরিক্রমার মধ্য দিয়ে ৫০ বছর পেরিয়েছে রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজ। এ উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।



দুই দিনব্যাপী অনুষ্ঠান ১৭ অক্টোবর শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে।  

শনিবার এক সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল লতিফ মিয়া এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ’ স্লোগানে সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করো হয়েছে।

অনুষ্ঠানে বেগম রোকেয়ার আদর্শকে সমুন্নত রেখে নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রোকেয়া পদক দেওয়া হবে।

অনুষ্ঠানে অংশ নিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।