ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুয়েটের নতুন উপাচার্যকে মানছে না শিক্ষক সমিতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
বুয়েটের নতুন উপাচার্যকে মানছে না শিক্ষক সমিতি ড. খালেদা একরাম

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. খালেদা একরামকে মানছে না প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতি।

এমন পরিস্থিতিতে বুয়েটে উপাচার্য নিয়োগের বিষয়কে সামনে রেখে শনিবার বিকেলে শিক্ষক সমিতি একটি সাধারণ সভা আয়োজন করে।



বৈঠক সূত্র জানায়,  সভায় নতুন উপাচার্য নিয়োগের বিষয়টিকে শিক্ষামন্ত্রীর প্রতারণা বলে মন্তব্য করেন সমিতির নেতারা।

শিক্ষক সমিতির সভাপতি ড. জয়নাল আবেদিন বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আমাদের বলেছিলেন, শ্রেষ্ঠ তিন শিক্ষকের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেয়া হবে। কিন্তু ১৪ জন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে তাকে উপাচার্য করার বিষয়টি শিক্ষামন্ত্রীর প্রতারণা।

তিনি বলেন, আমরা আচার্য বরাবর সঠিক নিয়োগের জন্য আবেদন করব। তা না হলে অক্টোবরে বুয়েটে ভর্তি পরীক্ষার পর কঠোর আন্দোলনে যাব আমরা।
 
বৃহস্পতিবার স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক ড. খালেদা একরামকে চার বছরের জন্য প্রতিষ্ঠানটির উপাচার্য নিয়োগ দেয়া হয়।

শনিবার সকালে প্রাক্তণ উপাচার্য ড. নজরুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।