ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কলা  অনুষদের (‘বি’ ইউনিট) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস দেওয়া হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২০০০০১ থেকে ১২০১৩৪০ রোল নম্বর পর্যন্ত পোগোজ স্কুলে (জবি ক্যাম্পাস সংলগ্ন, সদরঘাট), ১২০১৩৪১ থেকে ১২০২৪৪০ পর্যন্ত সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে (বেইলি রোড, রমনা), ১২০২৪৪১ থেকে ১২০৩৭৪০ পর্যন্ত ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে (লক্ষ্মীবাজার), ১২০৩৭৪১ থেকে ১২০৪৭৯০ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার), ১২০৪৭৯১ থেকে ১২০৬৩২৮ পর্যন্ত ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে (১২ অক্ষয় দাস লেন, গেন্ডারিয়া), ১২০৬৩২৯ থেকে ১২০৮৩২৮ পর্যন্ত কে. এল. জুবিলী স্কুল অ্যান্ড কলেজে (৩৯ নর্থব্রুক হল রোড), ১২০৮৩২৯ থেকে ১২১০২৫১ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষ্মীবাজার), ১২১০২৫২ থেকে ১২১১৭৫১ পর্যন্ত আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে (১৩ নাজিমুদ্দিন রোড), ১২১১৭৫২ থেকে ১২১৩৭৫১ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়্যাট কলেজে (৬২ নাজিমুদ্দিন রোড), ১২১৩৭৫২ থেকে ১২১৬৭৫১ পর্যন্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে (বকশীবাজার), ১২১৬৭৫২ থেকে ১২১৮২৫১ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস), ১২১৮২৫২ থেকে ১২১৮৯৬৬ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলে (বুয়েট ক্যাম্পাস), ১২১৮৯৬৭ থেকে ১২২০৩৬৬ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১২২০৩৬৭ থেকে ১২২১০৯৮ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আই.ই.আর, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১২২১০৯৯ থেকে ১২২২০৯৮ পর্যন্ত নীলক্ষেত হাই স্কুলে (ঢাকা বিশ্ববিদ্যালয়), ১২২২০৯৯ থেকে ১২২৩৫৯৮ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর), ১২২৩৫৯৯ থেকে ১২২৪৬৯৮ পর্যন্ত আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে (৪৯/ই আজিমপুর), ১২২৪৬৯৯ থেকে ২২৬৪৪৮ পর্যন্ত অগ্রণী স্কুল ‍অ্যান্ড কলেজে (আজিমপুর), ১২২৬৪৪৯ থেকে ১২২৭৮৪৮ পর্যন্ত ঢাকা সিটি কলেজে (ধানমন্ডি), ১২২৭৮৪৯ থেকে ১২৩০১৪৮ পর্যন্ত আইডিয়াল কলেজে (৬৫ সেন্ট্রাল রোড, ধানমন্ডি), ১২৩০১৪৯ থেকে ১২৩২১৪৮ পর্যন্ত সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (নিউমার্কেট), ১২৩২১৪৯ থেকে ১২৩৪১৪৮ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে (১১৮ সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, মগবাজার), ১২৩৪১৪৯ থেকে ১২৩৬৪৫৯ পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে (১৪৮ নিউ বেইলী রোড), ১২৩৬৪৬০ থেকে ১২৩৮৪৭৪ পর্যন্ত সেন্ট্রাল উইমেন্স কলেজে (অভয় দাস লেন, টিকাটুলী), ১২৩৮৪৭৫ থেকে ১২৪০২৭৪ পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল), ১২৪০২৭৫ থেকে ১২৪১৭৭৪ পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল) এবং ১২৪১৭৭৫ থেকে ১২৫০৬০০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদেরকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরুর আগে স্ব স্ব কেন্দ্রে পরীক্ষার্থী উপস্থিত হতে না পাড়লে অথবা অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা দিলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নতুন ওয়েবসাইট (www.jnu.ac.bd)  পাওয়া যাচ্ছে।

** জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।