ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে এশিয়া ফাউন্ডেশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
ঢাবি উপাচার্যের সঙ্গে এশিয়া ফাউন্ডেশন প্রতিনিধি দলের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দি এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল।

সোমবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।



প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এশিয়া ফাউন্ডেশনের  ইন্ডিপেনডেন্ট কনসালটেন্ট কায়ে এ বাইসাউথ এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর (প্রোগ্রামস) মারেন ওয়াফার হাসিব।    

এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে বাংলাদেশে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

বর্তমান সরকারের এ সংক্রান্ত নীতিমালাসহ সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় এ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হতে পারে বলেও মনে করেন তারা।

উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বলেন, সৌর বিদ্যুতের উৎপাদন ও সব পর্যায়ে এর ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে এ খাতের উন্নয়ন করতে হবে।

সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন বলেও মনে করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।