ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধ্রুবতারা জাবি শাখার সভাপতি মামুন, সম্পাদক মেহেদী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
ধ্রুবতারা জাবি শাখার সভাপতি মামুন, সম্পাদক মেহেদী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ইতিহাস বিভাগের মামুনুর রশীদকে সভাপতি ও বাংলা বিভাগের ছাত্র মেহেদী হাসান মামুনকে সাধারণ সম্পাদক করে ‘ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সন্ধায় সংগঠনের সভাপতি মামুনুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



কমিটির অন্যান্যরা হলেন, লোক প্রশাসন বিভাগের রাকিবুল ইসলাম সহ-সভাপতি, ফিরোজ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, আজিজুল হক সুলতান সাংগঠনিক সম্পাদক, নৃবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান অর্থ বিষয়ক সম্পাদক, ইংরেজি বিভাগের বকুল আহমেদ প্রকল্প বিষয়ক সম্পাদক, বাংলা বিভাগের আব্দুল আওয়াল পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, ইতিহাস বিভাগের শফিকুল ইসলাম সাকিব অর্থ সংগ্রহ বিষয়ক সম্পাদক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ফারজানা হক জলি সংস্কৃতি সম্পাদক, বাংলা বিভাগের আব্দুর রহিম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, লোক প্রশাসন বিভাগের নাহিদ হাসান আইসিটি বিষয়ক সম্পাদক, নৃবিজ্ঞান বিভাগের সন্ধি রায় মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, লোক প্রশাসন বিভাগের সালমা আকন্দ পরিবেশ বিষয়ক সম্পাদক।

এছাড়া সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান।

সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে অধ্যাপক আনিসুজ্জামান, আব্দুল্লাহ আবু সাঈদ, অ্যাডভোকেট সুলতানা কামাল, ফাল্গুনী হামিদ, আখতার জাহান শেলী, অমিয় প্রাপন চক্রবর্ত্তী (অর্ক) আছেন বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।