ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৭৮.০৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৭৮.০৬

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৭৮ দশমিক ০৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।



সোমবার রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম।

তিনি জানান, চলতি বছরের মার্চ-মে মাসে অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল সোমবার রাত ৮টার দিকে প্রকাশ করা হয়েছে।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd,  www.nubd.info থেকে জানা যাবে।

এছাড়া যে কোনো মোবাইলে এসএমএস পাঠিয়েও পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন বলে জানান ফয়জুল করিম।

এ পরীক্ষায় সারাদেশের বিভিন্ন কলেজ থেকে ১ লাখ ৫৪ হাজার শিক্ষার্থী অংশ নেন। চলতি বছরের মার্চে শুরু হয়ে পরীক্ষা মে-তে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

** ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ রাতে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।