ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েট ১ম বর্ষ ভর্তি আবেদন শেষ হচ্ছে বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
রুয়েট ১ম বর্ষ ভর্তি আবেদন শেষ হচ্ছে বুধবার

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বুধবার।

মঙ্গলবার প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালক গোলাম মুর্ত্তজা বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, রুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে।

তবে GCE ‘O’ I ‘A’ level এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আবেদনপত্র পূরণ করে তা ‘ক’ গ্রুপের জন্য ৬০০ টাকার এবং ‘খ’ গ্রুপের জন্য ৭০০ টাকার ব্যাংক ড্রাফটসহ বুধবার বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রার বরাবর দাখিল করতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ৩০ সেপ্টেম্বর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও www.ruet.ac.bd ওয়েবসাইটে ।

তিনি আরও জানান, আগামী ১৬ অক্টোবর রুয়েটের বিভিন্ন ভবনে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষা বর্ষে রুয়েটের ১০টি বিভাগে সর্বমোট ৭২৫টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.ruet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।