ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে প্রথম বর্ষ ভর্তিতে আসন কমলো

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
বেরোবিতে প্রথম বর্ষ ভর্তিতে আসন কমলো

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ২০টি আসন কমানো হয়েছে।

ফলে চলতি শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে মোট ১২২৫ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।



প্রশাসন সূত্র জানায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে ১০টি করে আসন কমিয়ে ৩৫টি করা হয়েছে।

২০১২-২০১৩ শিক্ষাবর্ষে এই দুইটি বিভাগের প্রতিটিতে আসন সংখ্যা ছিল ৬০টি। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে আসন কমিয়ে করা হয় হয় ৪৫টি করে। দ্বিতীয় দফায় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসন কমিয়ে ৩৫টি করে নির্ধারণ করে।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভর্তি কমিটির সমন্বয়ক ড. তাজুল ইসলাম আসন কমানোর ব্যাপারটি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে পর্যাপ্ত শিক্ষক ও ল্যাব সুবিধা না থাকায় ভর্তি কমিটির সিদ্ধান্তে আসন কমানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।