ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যলয় মানবিক অনুষদের অধীন ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২ হাজার ২২১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় মোট পাশ করেছে ৩ হাজার ৮৭৪ জন।



ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪০ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। সে হিসেবে পাশের হার ৯ দশমিক ৫৫ শতাংশ।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সংবাদ সম্মেলন করে এ ফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

ভর্তির ওয়েবসাইট  http://admission.eis.du.ac.bd/ -এ উচ্চ মাধ্যমিকের রোল, বোর্ডের নাম, পাশের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করে ফল জানা যাবে।

এছাড়াও যে কোনো মোবাইল অপারেটর থেকে du<স্পেস>kha<স্পেস>ভর্তি পরীক্ষার রোল লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে ফল জানা যাবে।

এবারের খ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন আ. রহমান মজুমদার। তার প্রাপ্ত নম্বর ১৬৮.৯৮ (২০০ নম্বরের মধ্যে)।

দ্বিতীয় হয়েছেন আবির হোসেন। তার প্রাপ্ত নম্বর মোট ১৬৫.০৮।

আর তৃতীয় হয়েছেন জান্নাতুল ফেরদৌস। তার প্রাপ্ত নম্বর ১৬২.২।

প্রকাশিত ফলাফলের উল্লেখযোগ্য দিক হচ্ছে ১ হাজার ৪১১টি উত্তরপত্র বাতিল হয়ে যাওয়া।

এরমধ্যে ১ হাজার ৩৩৫টি উত্তরপত্র বাতিল হয়েছে নিয়ম বহির্ভুতভাবে উত্তর করার জন্য। আর ৭৬টি বাতিল হয়েছে সেট কোডের বৃত্ত ভুলভাবে ভরাট করার জন্য।

এ বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুস্পষ্ট নির্দেশনা ছিল পরীক্ষার ৫টি অংশের যে কোনো চারটি বিষয়ের উত্তর করার জন্য। যাদের উত্তরপত্র বাতিল হয়েছে তাদের বেশিরভাগই ৫টি অংশের উত্তর করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘন্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪, আপডেট ২০২৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।