ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি ভিসিকে প্রাণনাশের হুমকি

প্রতিবাদে শিক্ষার্থীদের আল্টিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
প্রতিবাদে শিক্ষার্থীদের আল্টিমেটাম

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসিকে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে তারা একাডেমিক ভবন থেকে মিছিলসহ প্রশাসন ভবনে এসে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সভাপতি, ভিসি ও রেজিস্ট্রারকে লিখিতভাবে অভিযোগপত্র দেন।



লিখিত অভিযোগে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

সেই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীরাও নিরাপত্তাহীন হয়ে পড়েছে উল্লেখ করে তারা এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানায়।

রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি বলেন, আমি শিক্ষার্থীদের একটি চিঠি পেয়েছি। চিঠিতে আগামী ১৫ অক্টোবরের মধ্যে ঘটনায় জড়িতদের বিচার করা না হলে তারা কঠোর আন্দোলনে যাবে বলে আল্টিমেটাম দিয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী আরিফুল হক বলেন, যেখানে ভিসির নিরাপত্তা নেই সেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ থাকবো কীভাবে।

ভিসির একান্ত সচিব আলী হাসান বলেন, আমি শিক্ষার্থীদের একটি অভিযোগপত্র পেয়েছি। স্যারের কাছে পৌছে দেওয়া হবে।

এক কর্মকর্তা গত শনিবার ভিসিকে তার অফিসে ঢুকে প্রাণনাশের হুমকি দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।