ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরিবহন সংকটে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
পরিবহন সংকটে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: প্রতিষ্ঠার ৮ বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবহন সংকটের সুরাহা হয়নি।

ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদেরে বাসের ছাদে, দাড়িয়ে কিংবা বাঁদুরঝোলা হয়ে ময়মনসিংহ শহর থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হয়।

এ নিয়ে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নামাপাড়ায় কবির প্রিয় সুকনী বিলে যাত্রা শুরু করে দেশের প্রথম সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের।

শুরুতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা ছিল না। এরপর ২০০৯ সালে ২০০৯ সালের প্রথম দিকে ময়মনসিংহ শহর থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বেশ কয়েকটি বাস ভাড়া করা হয়। কিন্তু এসব বাস পর্যাপ্ত নয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রায় ৪ হাজারের বেশি শিক্ষার্থী আছেন। কিন্তু পর্যাপ্ত আবাসিক ব্যবস্থা না থাকায় বেশিরভাগ শিক্ষার্থীই স্থানীয় বিভিন্ন মেস কিংবা ময়মনসিংহ শহর থেকে ক্যাম্পাসে আসা যাওয়া করেন।


বিশ্ববিদ্যালয় পরিবহন বিভাগ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস সাতটি বাস রয়েছে। এরমধ্যে চারটি ভাড়া করা ও তিনটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব।

ক্ষুব্দ শিক্ষার্থীরা বলেন, পর্যাপ্ত বাস না থাকায় সময় মতো বিশ্ববিদ্যালয়ের আসা যাওয়া সম্ভব হয় না। এছাড়া ভাড়ায় চালিত বাসগুলোর ফিটনেস সমস্যাও রয়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান হোসেন ও মাহমুদুল্লাহ খান রতন বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে বারবার আবেদন করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

নতুন শিক্ষাবর্ষে আরো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি এ সংকট আরো বাড়বে বলেও জানান তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিবহন সংকটের কারণে শহর থেকে বিভিন্ন পাবলিক বাসে চড়ে এবং ভাড়া বেশি দিয়েও সময় মতো ক্লাসে পৌঁছাতে পারি না। তাই বিষয়টি নিয়ে জরুরি ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

জাকনবি-এর পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের বাসের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ তৎপর রয়েছে। সরকার সুদৃষ্টি দিলেই এ সমস্যার সমাধান সম্ভব।

পরিবহন সংকটের কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, পরিবহন সংকটের সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি উপাচার্য নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।